চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীতে শ্রীলঙ্কান এক নাগরিকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নগরীর খুলশী এলাকায় বসবাসকারী ওই ব্যক্তি চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে একটি পোশাক কারখানায় কাজ করেন।
বুধবার (৬ মে) চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে নমুনা পরীক্ষায় ওই ব্যক্তি করোনাভাইরাস পজিটিভ হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, শ্রীলঙ্কান ওই নাগরিক ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে স্ব-উদ্যোগে নমুনা দিয়ে এসেছিলেন এবং তিনি নিজ দায়িত্বেই খুলশীর বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, বিদেশি ওই নাগরিক বাসায় আইসোলেশনে থাকবেন। আমরা ওই বাড়িটি লকডাউন করেছি। খুলশীর ৫ তলা ওই বাড়িতে ১০টি পরিবার বসবাস করে।