তুহিন বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম।
সুজলা, সুফলা, শস্য শ্যামলা, শাল-গজারী বিথীর সুশীতল ছায়া ঘেরা প্রকৃতির সৌন্দর্যতিলক, স্বর্ণা চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার ২ নং বারশত ইউনিয়নে গোবাদিয়া ইয়াং জেনারেশন কর্তৃক আয়োজিত গুয়াপঞ্চক ফুটবল একাদশ বনাম পতেঙ্গা ফরিদ ফুটবল একাদশ টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুজিবুর রহমান ইউ এন এ প্রবাসী ও ক্রীড়ানুরাগী বিশেষ অতিথি ছিলেন জাহিদুল হোসেন খান মিটু, বিশিষ্ট ব্যবসায়ী।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন এম,এ ছবুর জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার সহযোগী সম্পাদক ও জিনিয়াস বাংলা ২৪ টিভি এর ব্যবস্থাপনা পরিচালক।এম,এ ছবুর বক্তব্য দিয়ে বলেন বর্তমানের কিশোর যুবকরা এখন আর আমাদের মতো মাঠে গিয়ে খেলেনা,সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবভিত্তিক বিভিন্ন এন্টারটেইনমেন্ট অ্যাপসগুলুর আসক্তি থেকে আমাদের তরুণ সমাজ কে বের করে আনতে হবে।কিশোর যুবকদের অপরাধ ও অবক্ষয় থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। আজকে ধর্ষনসহ নানা অপরাধ থেকে কিশোর যুবকদের রক্ষার বড় উপায় হচ্ছে পাড়ায় পাড়ায় খেলাধুলার ব্যাপকতা সৃষ্টি করা। তাই বাংলাদেশ সরকার প্রতিটি থানায় মিনি স্টেডিয়াম করতে যাচ্ছে যাতে আমাদের ছেলে মেয়েরা লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় ও আগ্রহী হয়ে উঠে।অতিথিগন জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উক্তোলনের মধ্য দিয়ে কবুতর উড়িয়ে গোবাদিয়া ইয়ং জেনারেশন ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্ভোধন করেন।