তুহিনঃবিশেষ প্রতিনিধি চট্রগ্রাম।
ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যে শুক্রবার রাতে কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুর করা হয়।
কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ ভেঙে ফেলা হয়েছে।
এর প্রতিবাদে মঙ্গলবার সকালে চট্রগ্রাম সীতাকুন্ড উপজেলার ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন এর আওয়ামী লীগ, ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ ও সমাবেশ করেন।
মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটে কৌট্রাবাজার থেকে রাজু চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেশ করে বাঁশবাড়ীয়া বাজারে।
৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনপ্রিয় নেতা রাজু চৌধুরী সমাবেশে বলেন, পাকিস্তানের প্রেতাত্মারা ফের সক্রিয় হয়ে উঠেছে। এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। এই গুটিকয়েক উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করতে হবে। যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদের কোনোভাবেই ছাড় নয়।
বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান’,
সীতাকুন্ড উপজেলার প্রতিটি ইউনিয়ন ও -ওয়ার্ডে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেন তিনি।আরো বলেন
ভাস্কর্য ভাংচুর এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতাধীন এনে শাস্তি দেওয়া হোক।