তৈলার দ্বীপ বারখাইন ৬ নং ইউনিয়ন এর অধীনস্থ উত্তর পাড়ায় আনুষ্ঠানিকতার মাধ্যমে গঠন হয় (সমাজ)
বহুল প্রচলিত সমাজ নামের একটি শব্দ আনুষ্ঠানিকতার মাধ্যমে পুনরায় গঠন হয় তৈলার দ্বীপ উত্তর পাড়ায়।
সমাজ একটি প্রাচীন শব্দ বহুদিন ধরে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সমাজের নিয়ম কানুন অনুসরণ করে বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে মেজবান আকিকা বৌভাত এই ধরনের আরো অন্যান্য অনুষ্ঠানসহ তদারকি করে আসতেন সমাজের গণ্যমান্য মানুষ মুরুব্বী বা সরদার এদের মাধ্যমে।
কিছু কিছু জায়গায় এই সামাজিক প্রথা টা প্রায় বিলুপ্তির পথে। বর্তমান প্রজন্মকে নতুন করে সাড়া জাগানোর জন্য আনুষ্ঠানিকতার মাধ্যমে গত ৮ই জানুয়ারি পুনরায় গঠন করা হয় তেলের দ্বীপ উত্তরপাড়ার এই সমাজটি।
সারাদিনের আয়োজনে ছিল কোরআনী হাফেজদের মাধ্যমে খতমে কোরআন সমাজের যারা পরলোক গমন করেছেন তাদের জন্য দোয়া এবং সমাজের প্রত্যেকটি পরিবারের জন্য তাবারুক বিতরণ।
অনুষ্ঠানে অতীতের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ আব্দুল মাবুদ,মুজিব আনসারী,ক্বারী মাওলানা আব্দুল হালিম,সাংবাদিক আনোয়ার হোসেন, ডাক্তার মনসুর, মোবারক বাবুল জামাল আরো অনেকে। তাছাড়াও সমাজের প্রত্যেকটি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সমাজের বিভিন্ন উন্নয়নের কর্মকান্ড নিয়ে আলাপ আলোচনা করা হয়।